এসএসসি পরিক্ষার্থিদের সুবিধার্থে Fenigirls ওয়েবসাইটের পক্ষ হতে বাংলা ১ম এর "সুভা" গল্প থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্নের একটি তালিকা দেওয়া হলো –
সুভা
১. সুভার পুরো নাম কি ছিল?
- সুভাষিণী।
২. সুভার কয় বোন ছিল?
- ২ বোন।
৩.সুভার ২ বোনের নাম কি ছিল?
- সুকেশিনী ও সুহাসিনী।
৪. কি কারনে বাণীকণ্ঠ তার ছোট মেয়েটির নাম সুভাষিণী রাখেন?
- বড় দুটি বোনের নামের সাথে মিল রাখতে।
৫ বড় দুটি মেয়ের বিয়ে কিভাবে হয়?
- দস্তরমত অনুসন্ধান ও অর্থব্যয় করে।
৬. কে পিতামাতার নীরব হৃদয়ভারের মত বিরাজ করত?
- সুভা।
৭. সুভার সাক্ষাতে সকলে তার কি সম্পর্কে দুশ্চিন্তা প্তকাশ করত?
- ভবিষ্যৎ।
৮. শিশুকাল থেকে সুভা কি বুঝতে পেরেছিল?
- সে অভিশাপরূপে তার পিতৃগৃহে জন্মগ্রহণ করেছে।
৯.কার মনে সুভা সর্বদা জাগরূক ছিল?
- পিতামাতার মনে।
১০. কে সুভাকে নিজের ত্রুটিসরূপ দেখতেন?
- সুভার মা।
১১.সুভার চোখ কেমন ছিল?
- সুদীর্ঘপল্লব বিশিষ্ট বড়ো বড়ো কালো চোখ
১২.সুভার বাবার নাম কি?
- বাণীকণ্ঠ।
১৩.সুভার ওষ্ঠাধর ভাবের আভাসমাত্র কেমন করে কেপে উঠত?
- কচি কিশলয়ের মতো।
১৪. সুভার চোখের ভাষা কেমন ছিল?
- অসীম, উদার এবং অতলস্পর্শ।
১৫. কে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন?
- সুভা।
- সুভাষিণী।
২. সুভার কয় বোন ছিল?
- ২ বোন।
৩.সুভার ২ বোনের নাম কি ছিল?
- সুকেশিনী ও সুহাসিনী।
৪. কি কারনে বাণীকণ্ঠ তার ছোট মেয়েটির নাম সুভাষিণী রাখেন?
- বড় দুটি বোনের নামের সাথে মিল রাখতে।
৫ বড় দুটি মেয়ের বিয়ে কিভাবে হয়?
- দস্তরমত অনুসন্ধান ও অর্থব্যয় করে।
৬. কে পিতামাতার নীরব হৃদয়ভারের মত বিরাজ করত?
- সুভা।
৭. সুভার সাক্ষাতে সকলে তার কি সম্পর্কে দুশ্চিন্তা প্তকাশ করত?
- ভবিষ্যৎ।
৮. শিশুকাল থেকে সুভা কি বুঝতে পেরেছিল?
- সে অভিশাপরূপে তার পিতৃগৃহে জন্মগ্রহণ করেছে।
৯.কার মনে সুভা সর্বদা জাগরূক ছিল?
- পিতামাতার মনে।
১০. কে সুভাকে নিজের ত্রুটিসরূপ দেখতেন?
- সুভার মা।
১১.সুভার চোখ কেমন ছিল?
- সুদীর্ঘপল্লব বিশিষ্ট বড়ো বড়ো কালো চোখ
১২.সুভার বাবার নাম কি?
- বাণীকণ্ঠ।
১৩.সুভার ওষ্ঠাধর ভাবের আভাসমাত্র কেমন করে কেপে উঠত?
- কচি কিশলয়ের মতো।
১৪. সুভার চোখের ভাষা কেমন ছিল?
- অসীম, উদার এবং অতলস্পর্শ।
১৫. কে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন?
- সুভা।
আশা করি উক্ত তালিকা দ্বারা আপনি উপকৃত হয়েছেন। পরের এ গল্পের প্রশ্নের অপর অংশ দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।
(বি:দ্র:: উক্ত তলিকার বাইরেও পরিক্ষায় "জ্ঞানমূলক প্রশ্ন " আসতে পারে)
লেখিকা : আদিলা নুর তাবাসসুম
0 Comments