রঙের চাকা : কি আর রঙ তৈরির পদ্ধতি




কোন জামার সাথে কোন ওড়না, জুতা মানাবে, ফটো ইডিটিং থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে যত ক্ষেত্রে রঙ নির্বাচন করতে হয় সকল ক্ষেত্রেই সঠিক রঙ বেছে নিতে রঙের চাকা সম্পর্কে জানা জরুরি। নিচে রঙের চাকায় কি কি রঙ রয়েছে আর তাদের তৈরির প্রক্রিয়া দেখানো হলো। 
primary colour 

1.Red 
2.Blue 
3.Yellow 

উপরের তিনটি রঙকে মোলিক রঙ বলে। এই রংগুলো অন্য কোনো রঙের মাধ্যমে তৈরি করা যায় না। 

secondary colour 

1. Orange ➡️ red + yellow 
2.Green ➡️ blue + yellow 
3.Violet ➡️ red + blue

দুটি মৌলিক রঙ মিলে এই রঙ গুলো তৈরি হয়। 

Tertiary colour 

1.red orange ➡️ red + orange 
2.yellow orange ➡️ yellow + orange 
3.blue green ➡️ blue + green 
4.yellow green ➡️ yellow + green 
5.red violet ➡️ red + violet 
6.blue violet ➡️ blue + violet 

Secondary colour  এবং primary colour মিলে tertiary colour তৈরি করে। 


Writer: Adila Nur Tabassum 


Reactions

Post a Comment

0 Comments