মোল্লা সাহেব কোনো দিন ও শিকারে যেতেন না ভয়ে, কোথায় কখন কি ঘটে যায় বলা তো আর যায় না। কিন্তু এমনি তার ভাগ্য, বাদশাহ একদিন ঠিক করলেন শিকারে যাবেন, সঙ্গী হিসেবে 
মোল্লা সাহেবকেই নেওয়ার সিদ্ধান্ত নিলেন।
 মোল্লা শিকারে যাওয়ার কথা শুনে পুরো আধমরা অবস্থা। 

তবু বাদশাহর হুকুম বলে কথা না মানলে গর্দান  যাওয়ার ভয়ে বাধ্য হয়ে যেতে হলো মোল্লাকে।  

শিকার থেকে ফিরব আসার পর গ্রামের লোক মোল্লাকে বলল," বলুন মোল্লা সাহেব, শিকার কেমন করলেন 

" চমৎকার! " 
" আপনি কটক বাঘ মারলেন? "
"একটাও না "
কটা বাঘ দেখলেন? কটার পেছনে ছুটলেন?  "
"একটাও না।"
"কটা বাঘ আপনি দেখতে পেলেন? "
"একটাও না।" 
"তাহলে শিকারটা চমৎকার হলো কি করে? "

এ কথায় মোল্লা গম্ভীরভাবে উত্তর দিলেন," বাঘের সামনা সামনি না হওয়াটা কি চমৎকার ঘটনা নয়? "

Please follow us on facebook and pinterest