গাঁয়ের লোকে একদিন ঠিক করল নাসীরুদ্দীনকে নিয়ে একটু মশকরা করবে। তারা তার কাছে গিয়ে সেলাম ঠুকে বলল-‘ মোল্লা সাহেব, আপনার এত জ্ঞান, একদিন মসজিদে এসে আমাদের জ্ঞান বাণী শোনান না’। নাসীরুদ্দীন এক কথায় রাজি।
দিন ঠিক করে ঘড়ি ধরে মসজিদে হাজির হয়ে নাসীরুদ্দীন উপস্থিত সবাইকে সেলাম জানিয়ে বলল,-‘ ভাই সকল, বল ত দেখি আমি এখন তোমাদের কি বিষয় বলেতে যাচ্ছি?’
সবাই বলে উঠল. ‘আজ্ঞে সে ত আমরা জানি না’।
মোল্লা বলল, ‘এটাও যদি না জান তাহলে আর আমি কী বলব। যাদের বলব তারা এত অজ্ঞ হলে চলে কি করে?’
এই বলে নাসীরুদ্দীন রাগে গজগজ করতে করতে মসজিদ ছেড়ে সোজা বাড়ি চলে এল।
গাঁয়ের লোক নাছোড়বান্দা। তারা আবার তার বাড়িতে গিয়ে হাজির।
আজ্ঞে আসছে শুক্রবার আপনাকে আর একটি বার আসতেই হবে মসজিদে।
নাসীরুদ্দীন গেলেন, আব আবার সেই প্রথম দিনের প্রশ্ন দিয়ে শুরু করলেন। এবার সব লোকে একসঙ্গে বলে উঠল, আজ্ঞে হ্যা, জানি।
‘সবাই জেনে ফেলেছে? তাহলে ত আর আমার কিছু বলার নেই’- এই বলে নাসীরুদ্দীন আবার বাড়ি ফিরে গেলেন। গাঁয়ের লোক তবুও ছাড়ে না। পরের শুক্রবার নাসীরুদ্দীন আবার মসজিদে হাজির হয়ে তার সেই বাধা প্রশ্ন করলেন। এবার আর মোল্লাকে রেহাই দেব না গাঁয়ের লোক, তাই অর্ধেক বলল জানি, অর্ধেক বলল জানি না।
বেশতো, তাহলে যারা জান তার বলো, আর যারা জান না তারা শোন- এই বলে নাসীরুদ্দীন আবার ঘরমুখো হলেন।
Please follow us on facebook and pinterest
Facebook link : https://m.facebook.com/Fenigirls
Pinterest link :
0 Comments