গল্প: জলপাই গাছ আর নলখাগড়া গাছ



একদা এক বনে  জলপাই গাছ আর নলখাগড়া গাছ ছিল। একদিন ওদের মধ্যে খুব তর্ক শুরু হলো। তর্কের বিষয় ছিল কার শক্তি ও সহ্যক্ষমতা বেশি তাই নিয়ে। জলপাই গাছ নলখাগড়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছিল,  তুই আর মুখ নেড়ে কথা বলিস না। তোর গায়্রর জোর আমার খুব জানা আছে। একতু বাতাস বইলেই তো তুই নুয়ে পড়িস। নলখাগড়া গাছ এ কথার জবাব দিল না। 

একটু পরেই উঠলো প্রচন্ড ঝড়। নলখাগড়া নিয়ে পড়ে, ঝড়ের ঝাপ্টক এড়িয়ে যেতে লাগল। আর জল্পাই গাছ দাঁড়িয়ে ঝড় রুখতে গিয়ে তার দাপটে হুড়মুড় করে ভেঙে গেল। 

উপদেশ : কথায় নয় কাজে বড় হতে হয়।  

Please follow us on facebook and pinterest 
Reactions

Post a Comment

0 Comments