একদা এক গ্রামে একজন ধনী লোক ছিল। তার ছিল প্রচুর ধন সম্পত্তি আর তার মাথায় ছিল মস্ত বড় টাক। চুল টুল একদম ছিল না। ফলে টাক মাথায় তার বাইরে বেরোতে খুবই লজ্জা লাগতো। কিন্তু শুধুই ঘরে বসে থাকলে তো আর চলবে না। তাই সে পরচুলা দিয়ে মাথা ঢাকা দিয়ে রাস্তায় বেরোতে লাগল।

একদিন হয়েছে কি, ঘোড়ায় চড়ে সে যখন শহরের দিকে যাচ্ছিল তখন হঠাৎ এক দমকা হাওয়ায় পরচুলাটা তার খসে পড়ল।  আর সেখান দিয়ে তখব কয়েকজন লোক যাচ্ছিল। তারা ধনী লোকটির অবস্থা দেখে হো করে হেসে উঠলো। 

ধনী লোকটি বুদ্ধিমান ছিল। এতে সে একটুও চটল না। না চটে সে ইচ্ছে করে নিজেই মুখ বিকৃতি করে হাসতে হাসতে বলল, আমার নিজের মাথার চুলই আমি ধরে রাখতে পারলাম না। আর পরের মাথার চুল রাখবো কি করে বলো?  

একথা শুনে পথচারীদের হাসি থেমে  গেলো। তারা ধনী লোকটির সাথে বন্ধুত্ত্ব করে নিল। 

উপদেশ : লজ্জার ব্যাপার স্যাপার হেসে উড়িয়ে দিতে হয়।  

Please follow us on facebook and pinterest