গল্প: আঙুরলতা ও হরিণ



এক বনে একদা এক হরিণ থাকতো। সে একদিন এক ব্যাধের তাড়া খেয়ে ছুটতে ছুটতে পাশের এক আঙুরের ক্ষেত পেয়ে তার মধ্যে লুকিয়ে পড়ল। হরিণ ভাবল, লতা পাতার আড়ালে তাকে দেখা যাচ্ছে না। ব্যাধও তাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছে না। এরকম ভেবে সে নিশ্চিন্ত মনে আঙুর লতা খেতে লাগল। 

কিছুক্ষণ বাদে ব্যাধটি ঔ ক্ষেতের পাশ দিয়ে যেতে যেতে পাতা খাওয়ার শব্দ শুনে সেই দিকে তীর ছুড়লো। সেই তীরের ঘায়েই হরিণ মারা গেল। মরবার সময় হরিণ আফসোস করে বলল, যারা আমায় আশ্রয় দিয়েছিল, লুকিয়ে রেখেছিল আমি কিনা এমন ওকৃতজ্ঞ যে তাদেরই ক্ষতি করতে শুরু করেছিলাম, আর তাই তো হাতে হাতেই প্রতিফল পেয়ে গেলাম। 

উপদেশ : আশ্রয়দাতার ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। 

Please follow us on facebook and pinterest 
Reactions

Post a Comment

0 Comments