গল্প: ঘোড়ার ছায়া



এক দেশে এক ব্যক্তির একটা ঘোড়া ছিল। লোকটি ঐ ঘোড়া ভাড়া দিয়ে সংসার চালাতো। 

গ্রীষ্মকালে একদিন একটা লোক পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়ে ঐ ঘোড়াটা ভাড়া করল। তার উপরে কিছুক্ষন চড়ে প্রচন্ড রৌদ্রের তেজ সহ্য করতে না পেরে ঘোড়া থেকে নেমে তার ছায়ায় বসল। 

এই দেখে যার ঘোড়া সে এগিয়ে এসে বলল,একি তুমি আমার ঘোড়ার ছায়ায় বসেছ কেন, সরো, সরো আমার ঘোড়া এর ছায়ায় আমি বসবো।

যে ঘোড়া ভাড়া নিয়েছিল সে বলল, বা রে সারাদিনের জন্যে আমি তোমার ঘোড়া ভাড়া নিয়েছি তাই এর ছায়ায় ও আমিই বসবো। 

যার ঘোড়া সে বলল, ঘোড়া ভাড়া দিয়েছি ঠিকই তবে ঘোড়ার ছায়া ভাড়া দিই নি!  

এভাবে দুজন ঝগড়া করতে লাগল। আর মারামারি করতে শুরু করল।আর সেই ফাঁকে ঘোড়া সেখান থেকে দিল ছুট৷ এরপর ঘোড়াটা আর খুঁজে পাওয়া গেল না। 

উপদেশ : অনেক তুচ্ছ জিনিস নিয়ে ঝগড়া করতে গিয়ে প্রচুর ক্ষতি হয়ে যায়। 

Please follow us on facebook and pinterest 

Reactions

Post a Comment

0 Comments