গল্প: মধুর কলস ও মাছি



একজন দোকানদার বিক্রি করবার জন্য একটা কলসীতে মধু রেখেছিল। কি করে কখন যেন মধুর কলসীটা উল্টে গেল।আর মধুর গন্ধ পেয়ে ঝাঁকে ঝাঁকে মাছি এসে সব মধু খাওয়া শুরু করল। খাচ্ছে তো খাচ্ছে  নড়বার নাম নেই। পেট ভরে মাছিরা মধু খেতে লাগল। আর শেষে ফোটা যখন খাওয়া হয়ে গেলো তখন উড়তে গিয়ে আর উড়তে পারলো না তারা। কারণ অনেকক্ষণ মধুর উপর বসে থাকায় তাদের পা মধুতে আটকে গেছে! এবার কি দশা তাদের হবে বুঝতে পেরে তারা আফসোস করতে লাগল, কি মূর্খ আমরা, মধু খাবার লোভে শেষে প্রাণ হারালাম! 

উপদেশ : ক্ষণিক সুখে মত্ত হলে পরিনাম ভয়ংকরই হয়। 

Please follow us on facebook and pinterest 



Reactions

Post a Comment

0 Comments