গল্প: কোকিল ডাকলেই বসন্ত আসে না



একদা এক দেশে এক তরুণ বাস করত। তার নাম ছিল প্লুকস। সে ছিল ভবঘুরে আর উড়নচন্ডি।সে পৈতৃক বিষয় সম্পত্তি কিছু পেয়েছিল।কিন্তু সে সব ফুঁকে উড়িয়ে দিয়েছিল অল্পদিনের মধ্যে। অবশেষে তার ওড়াতে বাকি ছিল পরনের শুধু মাত্র একটা জামা। 

একবার একটা কোকিল পাখি কি করে যেন বসন্তকাল আসার আগেই তার নজরে এল। তাকে দেখে তরুণটি মনে করল এই তো গরম কাল এসে যাবে। আর জামার কি দরকার। এই ভেবে সে জামাটি বেচে দিল। 

এরপর যথারীতি শীত এল। চারিদিক বরফে ছেয়ে গেলো।তরুণটি পথে যেতে দেখল কোকিলটি ঠান্ডায় জমে মরে পড়ে রয়েছে। তরুণটি তাকে ঐ অবস্থায় দেখেই বলে ঊঠলো হতভাগা তুইও মরলি, আর আমাকেও মেরে গেলি। 

উপদেশ : সময় নুঝে সব কাজ করতে হয়। না হয় পদে পদে বিপদে পড়তে হয়। 

Please follow us on facebook and pinterest 
Reactions

Post a Comment

0 Comments