কিভাবে পুরান কাগজ বানাতে হয়?



কিভাবে পুরান কাগজ বানাতে হয়?

প্রয়োজনীয় উপকরণ : কাগজ, পানি, কফি পাউডার, গ্যাস লাইট। 

নিয়ম : 
  • প্রথমে সাধারন কাগজের পাতা নিই। 
  • তারপর প্রয়োজন মত কফির গুড়া পানিতে গুলিয়ে নিই।
  • কোনো তুলি বা সুবিধামত বস্তু দিয়ে কাগজের সম্পূর্ণ  পৃষ্ঠে কফি লাগিয়ে দিই। 
  • তারপর কাগজ শুকাতে দিই। 
  • কাগজ শুকানোর পর কাগজের প্রান্তগুলো আগুন দিয়ে হাল্কা পুড়িয়ে নিই।
এ নিয়ম গুলো অনুসরণ করলে আপনার কাগজ পুরোনো কাগজের মতো হয়ে যাবে। 

লেখক : আদিলা নুর তাবাসসুম 



Reactions

Post a Comment

0 Comments