একজন লবণ বিক্রেতা প্রতিদিন তার গাধার ওপরে লবণের থলে নিয়ে বাজারে যেতেন।

পথে তাদের  সবসময় একটি নদী পার হতে হতো।

 একদিন হঠাৎ করে গাধাটি নদী পার হওয়ার সময় পড়ে গেলো এবং লবণের থলিটিও পানিতে পড়ে গেলো। এর ফলে বস্তার লবণ পানিতে দ্রবীভূত হয়ে যায় এবং বস্তার ওজন কমে যায়। তাই ব্যাগটি বহন করা খুব সহজ হয়ে যায়।  এ দেখে গাধাটি খুব খুশি হয়ে যায়।

তারপর গাধাটি প্রতিদিন একই কৌশল খেলতে থাকে। সে প্রতিদিন নদীতে লবনের বস্তা ফেলে দে আর বস্তা সহজেই বহন করে।


লবণ বিক্রেতা গাধার এ কৌশল বুঝতে পারেন এবং গাধাকে একটি শিক্ষা শেখানোর সিদ্ধান্ত নেন।

 পরের দিন তিনি গাধার উপর একটি তুলোর বস্তা বোঝাই করলেন।

গাধাটি প্রতিদিনের মতো একই কৌশলে নদীতে বস্তা ফেলে দেয়। কিন্তু এবার সে দেখে বস্তা হালকা হওয়ার  বদলে আরও ভারী হয়ে গেছে।

সে অনেক কষ্ট করে বস্তা বহন করে। সেই দিনের পরে গাধাটি আর নদীতে বস্তা ফেলল না এবং বিক্রেতা খুশি হলো ।



গল্পের নীতি কথা : ভাগ্য সবসময় সহায় হয় না।


অনুবাদক : আদিলা নুর তাবাসসুম