এক সময় এক ধনী লোক আর এক গরীব লোক ভালো বন্ধু ছিল। ধনি লোকটি ছিল বেশ অলস। কোনো কাজই করতো না। তিনি তার পিতার কাছ থেকে পাওয়া সম্পদ নিয়েই জীবন যাপন করতেন। অন্যদিকে গরিব লোকটি একজন সৈনিক ছিল। তার তেমন কোনো সম্পত্তি ছিলো না।
একদিন তার দুইজনে কথা বলছিল।
ধনি লোকটি তার বন্ধুকে তার সমস্যার কথা বলছিলো।
ধনি লোকটি তার বন্ধুকে তার সমস্যার কথা বলছিলো।
সে বলল- আর কি বলব তোমায় বন্ধু! আমারতো রাতে ঘুমই আসে না। আমি জানি না আমার এই সমস্যা কেন হয়। আর এ থেকে বাঁচার উপায়ও বাকি তুমি কি আমাকে বলতে পারবে তুমি কিভাবে রাতে ঘুমাতে পারো?
সৈনিকটি বলল- এইতো কোনো ব্যাপারই না। আমি রাতে ঘুমানোর জন্য শুধুমাত্র আমার কোটটা ব্যবহার করি। আমার ঘুম চলে আসে।
ধনী লোকটি ভাবলো - এ কোটটি নিশ্চয়ই যাদুকরী। আমাকে এ কোটটি কিনতে হবে।
সৈনিকটি বলল- এইতো কোনো ব্যাপারই না। আমি রাতে ঘুমানোর জন্য শুধুমাত্র আমার কোটটা ব্যবহার করি। আমার ঘুম চলে আসে।
ধনী লোকটি ভাবলো - এ কোটটি নিশ্চয়ই যাদুকরী। আমাকে এ কোটটি কিনতে হবে।
ধনি লোকটি বলল- শুনো বন্ধু। আমাকে তুমি এ কোটটি দাও। আমি তোমাকে তার বদলে ২০ হাজার টাকা দিব। তুমি আমাকে এটা দাও।
সৈনিক বলল- তাই নাকি! ঠিক আছে। নাও আমার কোট।
ধনি লোকটি কোটটি নিয়ে তার বাড়িতে যান।তিনি খুব খুশি ছিলেন কারন তিনি আজ ঘুমাতে পারবেন।
তারপর রাত হলো। তিনি ঘুমানর জন্য বিছানায় গেলেন।। বিছানায় তার বালিশের বদলে তিনি কোটটি তার মাথার নিচে রাখলেন। কিচ্ছুক্ষন অপেক্ষা করলেন ঘুম আসার জন্য। কিন্তু তার ঘুম আসলো না।
অনেকক্ষন হয়ে গেলো কিন্তু তার ঘুম আসলো না। তিনি তার বন্ধুর উপর খুব রেগে গেলেন। তিনি ভাবলেন তার বন্ধু তাকে মিথ্যা বলেছেন।
পরদিন সকালেই ধনী লোকটি সৈনিক সম্পর্কে অভিযোগ করতে রেজিমেন্টাল কমান্ডারের কাছে গেলেন। সেনাপতি কিছু সৈনিককে নির্দেশ দিলেন ঐ সৈন্যকে ডাকতে।
তারা সৈন্যকে নিয়ে আসে।
সৈনিকে কে দেখেই ধনি লোকটি বলে - তুমি আমাকে মিথ্যা কেন বললে? তুমি বলে ছিলে এ কোটটি মাথার নিচে দিলে তোমার ঘুম চলে আসে। কই আসে না তো।
সেনাপতি সৈনিকে কে জিজ্ঞাসা করে - উনি যা বলছেন তা কি ঠিক?
সৈনিক বলল-জি মহোদয়! তবে আমি যা বলেছি তা মিথ্যা নয়। আমি সারাদিন খাটাখাটুনির পর যখনই ঘুমাতে এ কোটের উপর মাথা রাখি আমার ঘুম চলে আসে।
সেনাপতি তার কথা শুনে খুশি হলেন আর বললেন - আমি শুনে খুশি হলাম আর বুঝলাম তুমি অনেক কঠোর পরিশ্রমি। আর তুমি মিথ্যা বলনি।
তিনি ধনী লোককে বললেন - যে কঠোর পরিশ্রম করে এবং ক্লান্ত হয়ে পড়ে সে পাথরের উপরও ঘুমাতে পারে , কিন্তু যে কিছুই করে না সে পালকের বিছানায়ও ঘুমাতে পারে না !
এ ঘটনার পর ধনি লোকটি বুঝতে পারল পরিশ্রম করার উপকারিতা। তারপর থেকে তিনি কাজ করতে শুরু করলেন আর রাতে শান্তিতে ঘুমাতে পারলেন।
অনুবাদক : আদিলা নুর তাবাসসুম
0 Comments