গল্প- এক জেদী গাধা আর একটি চালাক বিড়াল




এক সময় এক গাধা ছিল। সে ছিল বেশ জেদী। সে যে যাই বলুক তার সিদ্ধান্তে সে টিকে থাকত। কেউ কিছু বললে সে তার উল্টটা বলত। 
কেউ যদি বলে - সাদা। 
সে বলে - কালো। 

তার সাথে কেউই কথা বলতে পারতো না। তার কথা সবাইকে বিরক্ত করে তুলত। 

একবার একটি বিড়াল গাধার কাছে এসে বলল - শুনো গাধা ভাই, তুমি কি জানো আমি তোমার থেকেও বেশি জেদি? 

গাধা এ শুনে রেগে বলল- না! তুমি হতে পারো না। আমি সবচেয়ে জেদি!

তাতপর বিড়ালটি বলল - আচ্ছা তাই নাকি ।যদি আমি তোমাকে প্রমাণ করে দেখাতে পারি তবে?

গাধা বলল- আচ্ছা দেখা যাক! আমাকে প্রমাণ করে দেখাও। 

তারপর বিড়ালটি তার জ্যাকেটের পকেট থেকে একটি আপেল বের করে টেবিলে রাখল।

সে বলল- যে ব্যক্তি আগে অপর ব্যক্তিকে এই আপেল খেতে বাধ্য করবে সে সবচেয়ে জেদী।

তারা খেলা শুরু করলো। 

গাধা বলল- আমি আপেল খাব না। তুমি খাও
 
বিড়াল বলল- নাহ আমি খাব নাহ তুমি খাও 

গাধা আবার বিড়ালকে খেতে বলল।বিড়াল মানলো না। সে বিড়ালকে বলল- একটু কামড় তো দাও,,, 
বিড়াল বলল- না, আমি কামড় দিবো না। এটি সুস্বাদু নয়। 

গাধা বলল- এটি সুস্বাদু। খাও। 

বিড়াল বলল- তাই নাকি। তাইলে আমিই খাবো। 

যেহেতু গাধার কেউ কিছু বললে তার উল্টো টা বলার স্বভাব তাই সে বলল- না, আমি খাবো।

বিড়ালটি বলল- না আমি খাবো। 

গাধাটি রেগে গিয়ে দাঁত দিয়ে টেবিল থেকে আপেলটি ধরে এবং খেতে শুরু করে।

বিড়ালটি হেসে হেসে বলল- তুমি খেয়ে পেলেছ। আমি জিতেছি।তার মানে আমি তোমার চেয়েও জেদী। 

তারপর গাধা বুঝতে পারলো তার জেদের কারনেই সে হেরেছে। তাই সে আর কোনো দিন জেদ করল না। 
 
অনুবাদক: আদিলা নুর তাবাসসুম 
Reactions

Post a Comment

0 Comments