এক সময় এক গাধা ছিল। সে ছিল বেশ জেদী। সে যে যাই বলুক তার সিদ্ধান্তে সে টিকে থাকত। কেউ কিছু বললে সে তার উল্টটা বলত। 
কেউ যদি বলে - সাদা। 
সে বলে - কালো। 

তার সাথে কেউই কথা বলতে পারতো না। তার কথা সবাইকে বিরক্ত করে তুলত। 

একবার একটি বিড়াল গাধার কাছে এসে বলল - শুনো গাধা ভাই, তুমি কি জানো আমি তোমার থেকেও বেশি জেদি? 

গাধা এ শুনে রেগে বলল- না! তুমি হতে পারো না। আমি সবচেয়ে জেদি!

তাতপর বিড়ালটি বলল - আচ্ছা তাই নাকি ।যদি আমি তোমাকে প্রমাণ করে দেখাতে পারি তবে?

গাধা বলল- আচ্ছা দেখা যাক! আমাকে প্রমাণ করে দেখাও। 

তারপর বিড়ালটি তার জ্যাকেটের পকেট থেকে একটি আপেল বের করে টেবিলে রাখল।

সে বলল- যে ব্যক্তি আগে অপর ব্যক্তিকে এই আপেল খেতে বাধ্য করবে সে সবচেয়ে জেদী।

তারা খেলা শুরু করলো। 

গাধা বলল- আমি আপেল খাব না। তুমি খাও
 
বিড়াল বলল- নাহ আমি খাব নাহ তুমি খাও 

গাধা আবার বিড়ালকে খেতে বলল।বিড়াল মানলো না। সে বিড়ালকে বলল- একটু কামড় তো দাও,,, 
বিড়াল বলল- না, আমি কামড় দিবো না। এটি সুস্বাদু নয়। 

গাধা বলল- এটি সুস্বাদু। খাও। 

বিড়াল বলল- তাই নাকি। তাইলে আমিই খাবো। 

যেহেতু গাধার কেউ কিছু বললে তার উল্টো টা বলার স্বভাব তাই সে বলল- না, আমি খাবো।

বিড়ালটি বলল- না আমি খাবো। 

গাধাটি রেগে গিয়ে দাঁত দিয়ে টেবিল থেকে আপেলটি ধরে এবং খেতে শুরু করে।

বিড়ালটি হেসে হেসে বলল- তুমি খেয়ে পেলেছ। আমি জিতেছি।তার মানে আমি তোমার চেয়েও জেদী। 

তারপর গাধা বুঝতে পারলো তার জেদের কারনেই সে হেরেছে। তাই সে আর কোনো দিন জেদ করল না। 
 
অনুবাদক: আদিলা নুর তাবাসসুম