এক বাড়িতে এক বিড়াল ছানা ও তার মা থাকত। বিড়াল ছানাটি বেশ দুষ্টামি করত। সে সবসময় তার জিনিসপত্র অগোছালো করে রাখত। সে তার খেলনাগুলোর ব্যাপারে একদমই দ্বায়িত্বশীল ছিল না। আর তার মা তাকে সবসময় এ নিয়ে বকা দিত। 
একদিন বিড়াল ছানাটির মা এক জরুরি কাজে বাড়ির বাইরে যায়। যেহেতু বিড়াল ছানাটি বাড়িতে একা আর কেউ তাকে বকা দেওয়ারও নেই তাই বিড়ালটি ইচ্ছে মত বাড়িতে খেলাধুলা করে। এবং সে তার খেলনা গুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে। 


কিছুক্ষণ পরেই মা বিড়াল বাড়ি ফিরে এল। সে বাড়ির এ অবস্থা দেখে প্রচন্ড বিরক্ত হলো আর 
দীর্ঘশ্বাস ফেলে বিড়াল ছানাটিকে বলল - হায়! দেখ তুমি কি অবস্থা করেছ ঘরের। তুমি কোনদিন বড় হবে বলবে আমায়? 
বিড়াল ছানাটি বলল - মা, আমিতো বড়ই! দেখ আমাকে আমি কত বড় হয়ে গেছি। 

মা বিড়ালটি আবার দীর্ঘশ্বাস ফেলে বলল - এখানে চুপচাপ বসে থাকো! তুমি আজ আর খেলাধুলা করবে না। এ বলে মা বিড়ালটি রান্নাঘরে চলে গেল কাজ করতে। 
মা বকা দেওয়ায় বিড়াল ছানাটি বেশ রেগে ছিল।সে সিদ্ধান্ত নিয়েই নিল যে সে আজ মাকে দেখিয়ে দিবে যে সে বড় হয়ে গেছে। কিন্তু সে জানত নাহ যে কিভাবে সে তার মাকে এটা প্রমান করে দেখাবে। সে ভাবল বাইরে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে হয়ত সে এর উত্তর পেতে পারে। তাই সে জানালা দিয়ে লাফ দিয়ে বের হয়ে আসল।

রাস্তায়, বিড়ালছানাটি একাকী হাঁটছিল আর ভাবছিল - এইতো আমি বড়দের মত একা চলতে পারি। 
পথে চলতে চলতেই বিড়ালছানাটির সাথে খরগোশের দেখা হয়। বিড়ালছানাটি তাকে জিজ্ঞেস করে - আচ্ছা খরগোশ ভাই তুমি কি আমাকে একটা জিনিস বলতে পারব? 
খরগোশ বলল - কি জানতে চাও ছোট্ট বিড়ালছানা? 
খরগোশের মুখে ছোট্ট শব্দটি শুনে বিড়ালছানাটির মন খারাপ হয়ে গেল। তারপরও সে খরগোশকে জিজ্ঞেস করল - আচ্ছা বড় কিভাবে হয়? 
খরগোশটি একটু ভাবল। তবে সে কোনো উত্তরই দিতে পারল না। 
খরগোশটির কাছে সে কোনো উত্তর না পেয়ে সে রাস্তায় হাটতে শুরু করল। পথে আর কয়েকজনকে জিজ্ঞেস করলো কিন্তু কোনো উত্তরই পেল না। 
কিছুক্ষণ পরেই সে একটি ভাল্লুকের বাচ্চাকে তার খেলনা গাড়ি চালাতে দেখল। সে ভাল্লুকের বাচ্চার কাছে গেল এবং তাকে সেই একই প্রশ্ন জিজ্ঞেস করল। 

ভালুকের বাচ্চা কিছুক্ষণ ভাবল আর বলল - যদি তুমি একটি বড় গাছে আরোহণ কর আর সেখান থেকে সবাইকে দেখ ; দেখবে সবাই ছোট হয়ে গেছে । এবং এর অর্থ - তুমি বড় হয়ে গেছ। 

বিড়ালছানাটি বলল -হ্যাঁ! তাই তো। তাইলে আমি এখনি উঠছি। 

বিড়ালছানাটি একটা বড় গাছে উঠল আর সে দেখতে পেল নিচে ভাল্লুক টি ছোট হয়ে গেছে। 
বিড়ালছানাটি  উপর থেকে চিৎকার করে বলল -এইতো ভাল্লুক ভাই আমি বড় হয়ে গেছি। 

ভাল্লুক উত্তর দিল- না, কোন কারণে তুমি আরও ছোট হয়ে গেছো।

বিড়ালছানা অবাক হয়ে বলল - এটা হতে পারে না। বিড়ালছানা ভাল্লুকের কথা বিশ্বাস করল না এবং সে সূর্যকে জিজ্ঞাসা করল । কিন্তু সূর্য হেসে লুকিয়ে রইল মেঘের আড়ালে, কোনো উত্তরই দিল না। 
কিছুসময় পরই বৃষ্টি শুরু হল বিড়ালছানাটি গাছে থেকে নেমে পড়লো। সে আর ভাল্লুকের বাচ্চাটি বৃষ্টি থেকে আশ্রয় নিতে বড় গাছটার নিচেই দাঁড়িয়ে থাকল। বিড়ালছানাটি ভাবল আর কি করলে সে বড় হতে পারবে। সে চিন্তায় মগ্ন ছিল। ঠিক তখনই সে একটি বুড়া কুকুর কে দেখতে পেল। তাকে অনেক বিজ্ঞ দেখাচ্ছিল তাই সে মনে করল তার কাছে হয়ত সে উত্তর পাবে। 
বিড়ালছানাটি দৌড়ে তার কাছে গেল আর জিজ্ঞাসা করল কিভাবে বড় হওয়া যায়। 
কুকুরটি বিড়াল ছানাটি কে বলল - বড় হতে হলে তোমাকে দায়িত্ববান হতে হবে। নিজের জিনিসপত্র এবং নিজের খেয়াল রাখতে হবে। 
বিড়ালছানাটি জিজ্ঞাসা করল - সেটা কিভাবে করে? 
কুকুরটি তৎক্ষণাৎ খেয়াল করে যে একটি বিড়াল দৌড়ে দৌড়ে তাদের দিকে আসছে। 
কুকুরটি বিড়ালছানাটিকে জিজ্ঞাসা করে ওটা কি তোমার মা? 
বিড়ালছানাটি পেছনে তাকায় আর বলে : হ্যাঁ তাইতো এতো মা! 

বিড়ালছানাটি দৌড়ে তার দিকে যায়। তারা দুজনেই বাড়ি ফিরে যায়। 
বাড়ি ফিরেই বিড়ালছানাটিকে তার মা খুব বকে এভাবে না বলে বাইরে যাওয়ার জন্য। বিড়ালছানাটির মন খারাপ হয়ে যায়। সে জানালার পাশে বসে থাকে আর দেখে আকাশ পরিষ্কার হয়ে গেছে। সুর্য আবার উঠেছে। 
সে ভাবে একবার সুর্যকে জিজ্ঞাসা করে দেখা যাক 
সে সূর্যকে বলল - সূর্য মামা তুমি কি আমাকে বড় হয়ার উপায় বলবে? 
আকাশ থেকে সূর্য তার দিকে তাকিয়ে হাসল।আর বলল -আমি জানি তুমি বড় হতে চাও।তো আমি দেখাবো তাই করো। আমি যেখানে যেখানে তোমার খেলনাগুলো রাখতে বলব সেখানে রাখবে 

সূর্য দেখিয়ে দিল বিক্ষিপ্ত খেলনাগুলো কোথায় রাখবে।

বিড়ালছানা সবকিছু সাজিয়ে রাখল। কিছুক্ষণ পর মা বিড়াল আসল। সে সব কিছু সাজানো গোছানো দেখে অবাক হলো আর বলল - বাহ! আমার মেয়ে বড় হয়ে গেছে। সে তার নিজের জিনিসের যত্ন নিতে জানে। 

বিড়ালছানাটি মায়ের মুখে এ কথা শুনে অনেক খুশি হলো আর সুর্যকে ধন্যবাদ জানালো। তারপরই তার মনে পড়ল বুড়ো কুকুরটির কথা সেতো এ কথাই বলে ছিল। 

এরপর থেকে বিড়ালটি আর তার খেলনা নষ্ট করে নাহ। সে এখন দায়িত্বশীল। সে এখন বড় হয়ে গেছে। 

অনুবাদক : আদিলা নুর তাবাসসুম