একবার এক গ্রামে এক ভাল্লুক আর এক শিয়াল বাস করত। তারা ভালো বন্ধু ছিল। তারা একদিন সিদ্ধান্ত নিল যে তারা একসঙ্গে শালগম চাষ করবে।

তারা শালগমের বীজ বপন করে। শালগম জন্মানোর পর তারা ভাবতে শুরু করে কে কি নিবে। শেয়ালটি বুদ্ধি করে বলে - আমি নিচের অংশ নিব আর তুমি উপরের অংশ নিও।  
ভাল্লুক তার কথায় রাজি হয়ে যায়। 

তাদের অনেক ভাল ফসল হয়েছিল। তাই তারা দুজনেই খুশি হয়েছিল। তারা কথামত নিজেদের অংশ নিতে গেল। ভাল্লুক তখন দেখল যে সে ভুল হিসাব করেছে। সে দেখে যে সে শুধু কিছু পাতা পেয়েছে। সে শিয়ালকে বলে - শিয়াল ভাই, একি হল! আমিতো খালি পাতাই পেলাম। 
শিয়াল বলল - আমাদের মধ্যেতো এমনই কথা হয়েছিল। 
ভাল্লুক তার কথা রাখতে আর কিছু বলল না। সে বুঝতে পারল সে বোকামি করেছে।  তারপর ভাল্লুক বলল - আচ্ছা! পরের বার আমি  নিচের অংশ নিব আর তুমি উপরের। 
শিয়াল তাতে রাজি হলো। 

কয়েক মাস পর ই হেমন্ত কাল আসলো।শিয়াল ভাল্লুককে বলল হেমন্ত কালে ধান ভাল জন্মায়, তাই ধান চাষ করতে। ভাল্লুক তাতে রাজি হল। তারা ধান চাষ করল। পূর্বের  কথামত ভাল্লুক নিচের অংশ আর শিয়াল উপরের অংশ নিল। 

এবারও ভাল্লুক ঠকলো, সে শুধু মাত্র শিকড়গুলো পেল।  এ ঘটনার পর ভাল্লুক বুঝতে পারলো যে শিয়াল তাকে বার বার বোকা বানাচ্ছে। তাকে একটা শিক্ষা দিতে হবে, নাইলে সে এভাবে অন্যদের ও ঠকাবে। তাই সে একটা বুদ্ধি আটল। 

সে শিয়ালকে বলল - শিয়াল ভাই, আমরা পরের মাসে গাজর চাষ করব। তুমি কি এতে রাজি?  
শিয়াল ভাবল গ্রামে অনেক খরগোশ আছে। তাদের কাছে গাজর বিক্রি করে বেশ টাকা আয় করা যাবে। তাই সে রাজি হয়ে গেল। 
ভাল্লুক বলল- এবার আমি উপরের অংশ নিব। 
ভাল্লুকের এ কথা বলায় শিয়াল একটু অবাক হলো। তবে বিষয় টাকে সে খুব একটা পাত্তা দিল না। 
ভাল্লুকটি এরপরের দিনই তার বন্ধু খরগোশের  কাছে গিয়ে একটা সাহায্য চাইল।সে তার কাছে গিয়ে বলল - খরগোশ ভাই! তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে? 
খরগোশ বলল - কি সাহায্য? 
ভাল্লুক বলল - তুমি কি  শিয়ালের কাছে গিয়ে একটা মিথ্যা কথা  বলতে  পারবে, যে তোমরা এখন থেকে গাজর নয় গাজরের পাতা খাও? 

খরগোশ জিজ্ঞাসা করল - হঠাৎ এমন কথা বলতে  বলছ? কি হয়েছে?  
ভাল্লুক সব কিছু তাকে খুলে বলে। সব শুনে খরগোশ রাজি হয় তার কথামত কাজ করতে। 

খরগোশ শিয়ালের কাছে গিয়ে বলে - শিয়াল ভাই কেমন আছ?  
শিয়াল বলে - এইতো ভাল। তো আজ হঠাৎ আমার কাছে এলে? কিছু বলার আছে? 
খরগোশ বলল- আচ্ছা শিয়াল ভাই তুমি কি গাজরের পাতা চাষ করবে?  
শিয়াল বলল - গাজরের পাতা?!  এটা আবার কে চাষ করে?  
খরগোশ অবাক হয়ার ভান করে বলল - ওমা!  তুমি জান নাহ?! আমাদের গ্রামে এখন সবাই গাজর খেতে খেতে ক্লান্ত। তাই সবাই গাজরের পাতা খাবে। তুমি যদি  গাজরের পাতা বিক্রি কর তাইলে তোমার অনেক লাভ হবে। আচ্ছা শিয়াল ভাই আমি এখন যাই। পরে দেখা হবে। 
খরগোশ যাওয়ার পর শিয়াল ভাল্লুকের কাছে গেল। সে ভাল্লুককে বলল - ভাল্লুক ভাই, তুমি এ বার গাজরের  নিচের অংশ নিও। ঠিক আছে? 
ভাল্লুক বলল -  আচ্ছা, তুমি যা বলো।

কয়েক মাস চলে গেল। তারা গাজর চাষ করল।তারপর ভাল্লুক নিল গাজর আর শিয়াল নিল পাতা। তারা দু জনে এক সাথে বাজারে গেল গাজর আর পাতা বিক্রি করতে। ভাল্লুকের গাজর গুলো বিক্রি হলেও শিয়ালের পাতা কেউই কিনলো না। শিয়াল তখন বুঝতে পারলো সে ঠকেছে। ভাল্লুক টি তার গাজর বিক্রি করার পর শিয়ালের কাছে এল আর শিয়ালকে সব কথা বুঝিয়ে বলল। শিয়াল তার ভুল বুঝতে পারলো। তারা আবার ভালো বন্ধু হয়ে গেল।

অনুবাদক : আদিলা নুর তাবাসসুম