এক শহরে  এক লোকের একটি ছাগল ছিল। এবং লোকটি ছাগলটিকে রাতের  তার বাড়ির সামনে বেঁধে  রেখেছিল যাতে কেউ এটি চুরি না করে।

কিন্তু,,, একজন চোর সেই ছাগলটি চুরি করতে চেয়েছিল।

 তাই চোরটি রাতে লোকটির বাড়ির গেটের তালা ভেঙে বাড়ির আঙিনায় প্রবেশ করে।

 চোরটি কম্বল দিয়ে ছাগলটিকে চেপে ধরে এবং দঁড়ি কেটে ছাগলটিকে বাড়ির বাইরে নিয়ে যায়। 

ছাগলটি চিৎকার করল, কিন্তু মালিক তার চিৎকার শুনতে পান নি। কারন কম্বলটি বেশ মোটা ছিল এবং চোর খুব শক্ত করে ছাগলটাকে জড়িয়ে ধরেছিল।
 কিছু পথ যাওয়ার পর হঠাৎ চোর টের পায় যে ছাগলটি আর নড়ছে না। এবং সে চিৎকার করা বন্ধ করে দিয়েছে ।

চোর মনে করে,
“হয়তো আমি তাকে কম্বল দিয়ে খুব শক্ত করে পেঁচিয়েছি। এবং হয়তো ছাগলটি সেখানে দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে গিয়েছে । "

চোর তাড়াতাড়ি কম্বল খুলে দেখলো ছাগলটির কি হয়েছে। যেই চোরটা কম্বল খুলল সেই ছাগলটি লাফিয়ে উঠল।ছাগলটি দৌড়ে পালালো তার বাড়ির দিকে  আর চোরও তার পিছনে পিছনে দৌড়ে গেল। ছাগলটি চিৎকার করতে থাকে। চিৎকার শুনে মালিক ছুটে আসেন আর চোর ধরা পড়ে। লোকটি পুলিশকে ঢাকে। 

 ধরা পড়ার পর,,,চোর বলে - ছাগলটি আমাকে বোকা বানিয়েছে। সে অজ্ঞান হওয়ার নাটক করেছে আর পালিয়ে গিয়েছে। সে  খুব চালাক। 

মালিক ছাগলকে বলে - ধন্যবাদ তোমাকে। তোমার বুদ্ধির কারণে চোর ধরা পড়েছে।

অনুবাদক : আদিলা নুর তাবাসসুম