রচনা বলতে প্রবন্ধ রচনাকে বোঝায়।'রচনা' শব্দের অর্থ কোনোকিছু নির্মাণ বা সৃষ্টি করা।
‘প্রবন্ধ' শব্দের প্রকৃত অর্থ প্রকৃষ্ট রূপে বন্ধন। ‘প্রকৃষ্ট বন্ধন' বলতে বিষয়বস্তু ও চিন্তার ধারাবাহিক বন্ধনকে বোঝায়।
শিক্ষার্থীদের বেলায় রচনা ও প্রবন্ধ কথাটি সমার্থক। শিক্ষার্থীদের রচনায় নতুন কোনো ভাব বা তত্ত্ব থাকে না। একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে শিক্ষার্থীরা মনের ভাব বা বক্তব্যকে প্রকাশ করা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ
নিচে বাংলাদেশের মুক্তিযুদ্ধ রচনার পয়েন্ট সমূহ দেওয়া হলো :
- ১. ভূমিকা
- ২. বাংলার পূর্ব ইতিহাস
- ৩. মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে
- ৪. মুক্তিযুদ্ধের পূর্বের সংঘটিত আন্দোলন
- ৫. বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ
- ৬. স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সুচনা
- ৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
- ৮. মুক্তিযুদ্ধ সংগঠন ও পরিচালনা
- ৯. ভারতের সহযোগিতা ও স্বীকৃতি প্রদান।
- ১০. মুক্তিযুদ্ধ ও আন্তর্জাতিক বিশ্ব
- ১১. রাজনৈতিক দলসমূহের ভূমিকা
- ১২. সাধারণ জনগণের ভূমিকা
- ১৩. মুক্তিবাহিনী গঠন
- ১৪. মুক্তিবাহিনী ও মিত্র বাহিনী যৌথ আক্রমন
- ১৫. বুদ্ধিজীবী হত্যাকাণ্ড
- ১৬. রাজনৈতিক ব্যক্তিবর্গের ভুমিকা
- ১৭. পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ ও চুড়ান্ত বিজয়
- ১৮. মুক্তিযুদ্ধের চেতনা
- ১৯. আমাদের মুক্তিযুদ্ধ ও দায়িত্ববোধ
- ২০. উপসংহার
সবাইকে অসংখ্য ধন্যবাদ, এই লিখাটি সময় নিয়ে পড়ার জন্য।
📝লেখক :: শাকিরা শিফা
"special thanks to ADILA"
0 Comments