N2+ 3H2 = 2NH3


লা শাতেলিয়ার নীতি অনুযায়ী যদি ওই বিক্রিয়া পাত্রে চাপ বৃদ্ধি করা হয় তবে বিক্রিয়া সম্মুখে অগ্রসর হতে থাকে অর্থাৎ Ammonia এর উৎপাদন বৃদ্ধি পায়।

কিন্তু প্রশ্ন হচ্ছে চাপ প্রয়োগে NH3 ই কেন বৃদ্ধি পাচ্ছে ..... N2 / H2 কেন বৃদ্ধি পাচ্ছে না? জানি বইতে লিখা আছে যে দিকের মোল সংখ্যা কম সেদিকেরটা বৃদ্ধি পাবে .... কিন্তু এটার কারণ কি? 

এর কারণটা জানার আগে আমাদের জানতে হবে stp তে যেকোন গ্যাস এর আয়তন 22.4L । এখন এটা যত ভারী গ্যাসই হোক না কেন এর আয়তন 22.4L ই থাকবে। অর্থাৎ, N2, H2, এবং NH3 এই ৩ গ্যাসেরই আয়তন 22.4L

এখন খেয়াল করে দেখ, বিক্রিয়ার বামপাশে আছে 4 mol গ্যাস (1+3), আর ডানপাশে আছে 2 mol । আগেই বলেছি এদের সবার ১ মোলের আয়তন সমান। যদিও ammonia এর 2mol এর ভর বাকিদের 4mol এর সমান তবুও ammonia কম যায়গা দখল করবে। কারণ ammonia মাত্র 2 mol । অন্যদিকে N2+ H2 হচ্ছে 4mol।

যখন পাত্রে চাপ বৃদ্ধি করা হয় তখন আয়তন হ্রাস পায়। তখন কম যায়গায় বেশি অণু আটানোর জন্য গ্যাসগুলো তাদের আয়তন ছোট করার চেষ্টা করে। এবং ঠিক এই কারণেই NH3 এর উৎপাদন বেড়ে যায়। কারণ N2+ H2 যা যায়গা দখল করে,  NH3 কেবল তার অর্ধেকটাই দখল করতে পারে।

 Authoress: Adila Nur Tabassum